১২ ডিসেম্বর ২০১৫

মনিরুদ্দিন খান

শূন্যের কবিতা 

ইদানিং আমার কবিতা নিয়ে তোমার বড্ড অভিযোগ, 
এলোমেলো কথা, অস্পষ্ট,  অস্পূর্ণ ছবি--- 
এসবের মাথামুণ্ডু তুমি নাকি কিছুই বোঝোনা।  
তুমিতো টিভিতে সিরিয়াল দেখ রোজ সন্ধ্যায় 
মৌজ ক'রে, চা আর ভাজা কিছু সাথে; 
আমার ভিতরে তখন রক্তবমি হয়, রক্ত ঝরে 
মাথার ভিতরে, পর্দায় কামদুনি, সিরিয়ার হানাদার, 
বিদর্ভের মৃত চাষী, শার্টের ছেঁড়া বোতাম, 
তোমার ব্রেসিয়ারের হুকে ঝুলে থাকে অপুংযোনি শূন্যের কবিতা, 
তুমি আমার অস্থিরতা বোঝো, তবু পাশ ফিরে শুয়ে পড়ো। 



 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন