১২ ডিসেম্বর ২০১৫

সৌরভ হোসেন

জীবন স্লেটের অক্ষর 

জীবনের স্লেটে কটা অক্ষরই বা আঁকতে পারলাম 
সবই তো ঝরে গেল শুকনো পাতার ইতিহাস 
একটা অক্ষরও কি কখনও অপরাহ্ণের চুম্বন হতে পেরেছে ! 
সাদা পাতার নিশ্বাস আর কখনই হয়তো ডিঙোবে না ..... থিতানো নদী 
জীবনের সলতেটাকে আরও এক বিকেল পাকিয়ে যাই 
অন্ধকারের সব অক্ষর চিনে নিক শব্দের প্রেম 
জীবন -স্লেটের শেষ অক্ষরটা কিন্তু তোমার জন্যই আঁকবো। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন