১২ ডিসেম্বর ২০১৫

ইন্দিরা দাস

খেলা আর খেলা 

লাল নীল সবুজের 
মেলা বসেছে, 
কচিকাঁচা শিশুরা 
খেলতে নেমেছে। 

একশো মিটার  দৌড় হোক 
দুশো মিটার দৌড়, 
খেলাই তাদের এনে দেবে 
নতুন জীবনের মোড়। 

কেউ দিচ্ছে হাইজাম্প 
কেউ দিচ্ছে লং, 
যাই করুক সবার মনে 
লেগেছে খুশির রঙ। 

কেউ ভাঙছে মাঠে হাঁড়ি 
কেউ জিমন্যাস্টিক, 
সবকিছু চলছে দেখো, 
ঠিক  সিস্টেমেটিক। 

খেলার শেষে আছে প্রাইজ 
মুখে আনন্দধারা, 
খেলার মূলমন্ত্র হলো 
শরীর গঠন  করা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন