১২ ডিসেম্বর ২০১৫

গার্গী মুখার্জী

খেলার মাঠে 

যখন আমি খেলা করি 
মা বলেন, 'খোকা, 
পড়ার সময় খেলা করো 
তুমি ভীষণ বোকা ।' 

বাংলা অংক শক্ত বড়ো 
ইংরাজি নয় সোজা, 
কম্পিউটার আছে সাথে 
আছে ড্রয়িংয়ের বোঝা। 

এত কিছুর পরে যখন   
একটু করি খেলা, 
তোমার বকাবকির ঠেলায় 
কান যে ঝালাপালা । 

পড়ার সাথে তাল মিলিয়ে 
খেলাও দরকার, 
খেলায় হয় শরীর সতেজ 
বজ্রকঠিন হাড়। 

বছর শেষে খেলার মাঠে 
দিতে গিয়ে রান, 
সবার শেষে ছুটবো তখন 
প্রাণ হবে আনচান। 

লংজাম্প আর হাইজাম্পে 
জিততে যদি চাই, 
খেলার সঠিক অভ্যেসটাই 
সহজ সে উপায়। 

পড়া আর খেলা মিলে 
তবেই পূর্ণ  শিক্ষা, 
পড়ার সাথে খেলার মাঠে 
নেব নতুন দীক্ষা। 

অভ্যাসেই বাড়বে সাহস 
দূরে যাবে ভয়, 
পড়ার সাথে খেলার মাঠেও 
হবেই হবে জয়। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন