১০ ফেব্রুয়ারী ২০১৬

ইন্দ্রনীল

অবসর 

কত গাছ পথের ধারে নিশ্চুপ 
যারা অবসরে আজ, 
মন্থনে যদি উঠে আসে 
বেঁচে থাকার বীজমন্ত্র 
তবে অবসরেও 
মৌন মিছিল করা যেতে পারে । 

বেঁচে থাকার তাগিদ বেড়ে যায় 
অবসরে, 
ভোগ আর ভোগান্তির মাঝে 
যেটুকু দীর্ঘশ্বাস.... 
সেটুকু বাদ দিলে শুধু নকল দাঁত 
শরীরের রন্ধ্রে রন্ধ্রে তখন 
অবসরের হিমেল হাওয়া । 

গতিজাড্য থেকে স্থিতিজাড্য , 
চলমান পৃথিবীতে লেগে যাওয়া গ্রহণই 
অবসরের সংজ্ঞা.... জানি --- 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন