১০ ফেব্রুয়ারী ২০১৬

গার্গী মুখার্জী

ভাষার টানে 


ক্যালকাটা হল কলকাতা 
আজ মাতৃভাষার টানে, 
মায়ের ভাষা বড়ই খাসা 
সবাই সেটা জানে । 

দুঃখ সুখে পরম সহায় 
ভাষায় মন ভরে, 
অন্য ভাষায় বলতে কথা 
প্রাণটা হু হু করে । 

রফিক জব্বার আর বরকত 
স্বাধীন ছিল তারা, 
মাতৃভাষায় বলতে কথা 
বাধ সাধল কারা ? 

রক্তে ভেজা রাস্তাঘাট 
ঢাকা শহরময়, 
প্রাণ দিল ভাষাপ্রেমিক 
যুব শক্তির জয় । 

দিনটি ছিল বাহান্ন সাল 
ফেব্রুয়ারি মাস, 
একুশ তারিখ দেখল সবাই 
ভয়াবহ সেই ত্রাস । 

সেদিন থেকেই ভাষাদিবস 
শ্রদ্ধায় পালনীয়, 
রফিক বরকত আর জব্বার 
সবার স্মরণীয় । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন