১০ ফেব্রুয়ারী ২০১৬

জৈদুল সেখ

রক্তাক্ত শব্দ 

চারদিকে কী ভয়ংকর অন্ধকার! 
সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার কান্নাও শোনা যায়না! 
মা স্নিগ্ধ বুকে পরম আদরে জড়িয়ে ধরেছে 
       অজানা আতঙ্কে... 
সাতচল্লিশের নিরাশ্রয় ; একাত্তরের অনাহার 
        কী ভাবে ঘুমায়! 
মরতে মরতে যেন অন্তিম নিঃশ্বাস চিৎকার করে উঠে! 
শব্দ নেই, কেবল ফাঁপরে উঠে ... 
কে, কারা? তাকে হরণ করে নিয়ে যায় কালো আকাশের কোণে! 
এ সুন্দর পৃথিবীতে মানুষ কী এই ভাবে বেঁচে থাকে! 
খুঁজে পাচ্ছিনা স্বপ্ন, তার মানে  ... 

সন্তান হারা মা দিনের পর দিন চোখের জলে চেয়ে থাকে ... 
       সে ফিরবে, সে ফিরবে ... 
আদর করে বকুনি দিয়ে আঁচলে মুছিয়ে দেবে কান্না ... 
সে আর ফিরে আসেনা ... 
কিন্তু অজানা পথে এক শব্দ এলো - মৃত্যু ...! 
কানে বাজতেই ঘোর অন্ধকার আবার মৃত্যু .... 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন