১০ ফেব্রুয়ারী ২০১৬

সম্পদ ব্যানার্জী

খেরোর খাতা

ও গিন্নি এসো এসো 
ডিম পেড়েছে তোমার মেসো 
ডিম নয় তা পাটের ফেঁসো 
নাচছে দেখো সকল খোসো 

ভাগ হবে তা সমান ভাবে 
কালো টাকা আসবে যবে 
রাস্তার কুকুর বিস্কুট খাবে 
পাটের ফেঁসো দেশেই রবে 

সত্য ধ্রুব জেনে রাখো 
কালো টাকা আসবে নাকো 
সব ঊচ্ছেই সমান তেতো 
গরিব চাষি সুখে থেকো 

মন্ত্রীরা সব বেজায় খুশি 
সান্ত্রীগুলোর পাশাপাশি 
আরও আছেন ব্যবসাদার  
শ্রেণীশত্রু ডাইনোসর 

ঢেঁকিভাঙার দেশেতে 
সিম পাচ্ছে ফিরিতে 
সরকার চালান দেনার দোকান 
বোধঽয় বিদেশ থেকেই ভর্তুকি পান 

সুদীপার রান্নাঘর 
দেখছে কত বাধ্যবর 
কিন্তু পিকচার ডার্টি 
ভীষণ খাঁটি অন্যরকম ঝড় 

আক্রাবাজার ভারতজোড়া 
খোঁজার পরেও সস্তা না তা 
মৃণাল মানিক বুড়ো খানিক বিনোদোনে শ্রৗকান্ত মেহেতা 

জনগন হারাধন 
জানা সকল কমপোজিশন 
অ্যামাজনে দাঁতের মাজন 
ভীষণ ঠান্ডা সিয়াচেন 

তবু হিঞ্চে পালং পুঁই 
রাতে বৌ-এর পাশেই শুই 
শুধু বিঘে দুই 
সেটাও গোবর জলে ধুই 

গন্ধের মামা নন্দসেন 
সব ঠাকুরেই কাঠি দেন 
পাপেপূণ্যে করে স্নান 
সমানভাবেই আশীষ পান 

খেরোর খাতা কথকতা 
প্রাচীন কালের আদিখ্যেতা 
আস্তে পড়িস আমার ছড়়া 
আমার ছড়া অশ্লৗলতা 

হরির লুটে পুরস্কার 
ফেরত্ দিলেই তিরস্কার 
তিনটে শালিক ঝগড়াকার 
পা পরিস্কার নমস্কার.... 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন