১০ ফেব্রুয়ারী ২০১৬

মনিরুদ্দিন খান

একুশে ফেব্রুয়ারির কবিতা 

একুশ আমার দীঘল চোখের 
মনমোহিনী কাজলা মেয়ে, 
একুশ আমার শাপলা দিঘি 
সবুজ ঘাসের পথটি বেয়ে। 

একুশ---- ভাইয়ের রক্তে আঁকা 
পূব আকাশের সুর্যখানি, 
একুশ মানে রক্তে ভেজা 
পথের পাশে গোলাপদানী। 

একুশ আমার বনলতা 
একুশ স্বপ্ন- সহোদরা, 
একুশ মানে শক্ত হাতে 
রক্ত আঁখির বাঁধন ছেঁড়া। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন