০৪ ডিসেম্বর ২০১৬

কবিরুল ইসলাম কঙ্ক

নোট

রোদদুপুরে দাঁড়িয়ে মানুষ
নয়কো কোনো জোট,
গলদ ঘেমে বদলে নেবে
বাতিল হওয়া নোট।

গরম মাথা, গায়ের ব্যথা
ভুলেছে সব চোট,
যেন তেন প্রকারেণ
বদলাতে চায় নোট।

সাদা টাকা, কালো টাকা
টাকার কত ঘোট,
টাকার জন্য টাক-টাকালি
টাকার জন্য খোট।

টাকা মাটি, মাটি টাকা
যতই বলো ভাই,
এই বাজারে টাকা ছাড়া
কোনো দামই নাই।

সকাল থেকে লাইন দিয়ে
ধৈর্য আখরোট,
লাইন দেখে হচ্ছে মনে
নোটের জন্য ভোট।

কাজ সিঁকেয়, লাভক্ষতির
পাই না হিসেব মোট,
যা-ই করো, যা-ই বলো
নোট আসলে নোট।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন