০৪ ডিসেম্বর ২০১৬

শুভঙ্কর চট্টোপাধ্যায়

শীতের ছড়া

দুপুরের রোদে আদর জড়ানো--
সকাল-সকাল সন্ধে,
ভোরের কুয়াশা মিঠে হয়ে যায়
খেজুর রসের গন্ধে।

লেপমুড়ি দেওয়া আলসেমি রাতে
মায়ের আদর ঘুম-ঘুম,
সন্ধে পেরোলে হিমেল হাওয়ায়
পথঘাট হয় নিঝঝুম।

গলির ক্রিকেট,টিউশন কেটে
বন্ধুরা মিলে পিকনিক--
বছর শেষের রেজাল্টে কারও
চোখের কোনায় চিকচিক।

ছুটির মেজাজে,নেহাত অকাজে
শীতের দুপুরে ভাতঘুম--
বাঙালির কাছে বড় প্রিয় এই
কমলালেবুর মরশুম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন