০৪ ডিসেম্বর ২০১৬

খুশবু আহমেদ

তুমি আমার শ্রাবণ

    জীবন বসন্তের শেষ প্রতীক্ষার পর
    শীতল হাওয়ার টানে ছুটছিলাম!
     রক্তাক্ত হিয়া দৌড়োচ্ছিলো
     মুর্ছমান শরীরের আনাচে- কানাচে...

       অনন্তকাল থেকে অলিগলি হেঁটে,
       অপেক্ষায় ছিলাম একফোঁটা প্রেমের
        সহস্র স্রোতের টানে ভাসিয়ে,
        মনের সব ফাগুন মুছে গেছিলো |

      বড়ো অসময়ে ধরা দিয়েছিলে,
      কালো মেঘে একপশলা বৃষ্টি হয়ে...
      তুমি যে আমার শ্রাবণ !
      শুধুই উথলে ওঠো দুচোখে |



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন