০৪ ডিসেম্বর ২০১৬

তন্ময় দেব

জলপ্রপাত

মাটিতে বুক ঠেকিয়ে হেঁটে গেলে
                                     পারদর্শিতা স্পষ্ট হয়ে ওঠে...
ঝরাপাতার মতো উড়ে যাওয়ার আগে
বাতাসকে শেষ সম্বল হিসাবে আঁকড়ে ধরলে ঠকতে হয়

যে বীজ খোলস ভেঙে আলোর মুখ দেখে
                                     তাঁর অঙ্কুরোদ্গম অবশ্যাম্ভাবি
তীব্র কাষ্ঠল অনুভূতি রেচিত প্রতিটি ঘরোয়া আবহে

জলপ্রপাত,
আমাদের প্রকৃত পরিচয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন