০২ ডিসেম্বর ২০১৬

স্নেহাশীষ আলম

আত্মবিশ্বাস

টুপটাপ শিশির ঝরে পড়ছে,
শিউলি ফুল গুলিও ---
একটি একটি করে ঝরে পড়ছে।
ঝরে পড়ছি আমিও,
তবু আমার বিশ্বাস আমি ঝরবনা--
         আমি রব।

আমি এক প্রবল বিশ্বাসে দাঁড়িয়ে আছি
মানুষের মুখে মুখে,শ্বাসত বিশ্বাসে।
জেনেছি সত্য মানুষের সৃষ্টি
পালন করতে হয় মানুষেরই।
       তাই আমি রব।

আমি আবিষ্কার করি-
বেঁচে থাকার গান আর আদিম আনন্দ।
         তাই আমি রব।

আবার এসেছে কঠিন সময়
ফাঁকা মাঠ, মরা নদী, চাতকের ডাক,
আমি সঙ্গ নিব তারই।
তবু আমি ঝরব না আমি রব।
      আমি রব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন