০৪ ডিসেম্বর ২০১৬

পৃথক দীপ

দুটি কবিতা

                      অনুভব ১

আড্ডা যদি তুঙ্গে ওঠে বক্তা যখন আমি
ঠোঁটের উপর ফুটতে থাকে শব্দ দামি দামি
তখন যদি মন দিয়ে দিস আমার কথার মনে
জিভের ডগা কাঁপতে থাকে শূন্য অভিধানে।

                          অনুভব ২

মুখোমুখি বসে দুজন, তোমার গায়ে জ্বর
পানসে মুখের কাশির গন্ধ উপচে এল নাকে
কিন্তু সব ঘেন্না উধাও ঘেন্না দুধের সর
মুখের থুতু নিমেষেই গিলেছি একঢোকে। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন