০৬ এপ্রিল ২০১৪

কবিতা- তীর্থঙ্কর ভট্টাচার্য


স্মৃতি 



স্মৃতিকুণ্ড। টপটপ টপটপ আহুতির 

পর উঠে এলে যজ্ঞের আগুন থেকে স্নানাগারে 

প্রবেশ করলাম আমি হাতে নিয়ে ঝিমুনো খুলির 

হাসি... মশাল জড়িত ব্যথা সব হাতে করে... 

সেই স্মৃতি  

আমাকে নাড়িয়ে দেয় মাঝরাত্রে, যখন উঠেছি

জল খেতে, এক গ্লাস... তুমিই বাড়িয়ে দাও

তোমার পাথর দু-টো হাত

আমার তেষ্টার নীল চোখ দুটো

দেখে ভয় পাই...

আমি যে কে ? 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন