০৬ এপ্রিল ২০১৪

কবিতা- মনসুর আজিজ

আত্মার ভাঁজপত্র


আত্মার ভাঁজপত্রের ভেতর জমানো জুনি পোকা
আলো দেয় সাঁঝবেলা অন্ধকার মনের ভিতর
পাজরের দ্বার খুলে জোসনারা হাসে একরোখা
ভাঁজপত্রের আঁড়ালে লেজ তুলে পালায় ইতর
ওহির আঁড়াল থেকে আদি গান শোনায় পিতর ।

মেদময় দেহ ভাঁজে ঘাম ধূলো জমে একাকার
উর্বশী মাতাল সুরে মদিরায় মাতায় হেরেম
দেহের মাতাল ঘ্রাণে যুবরাজ হয় বেকারার
আকশির ঘোর শেষে ভাঙা রয় তসবির ফ্রেম
হীরের মালায় গাঁথা উর্বশীর ক্ষণিকের প্রেম ।

বেভুল মনের ঘোরে ক্ষয় হয় পূর্ণিমার চাঁদ
তখতের মালিকানা চলে যায় ক্ষণিক চুমোয়
উজির নাজির শুধু মৃদু হেসে বুনে যায় ফাঁদ
সুঠাম পেশির পাশে শেষরাতে উর্বশী ঘুমোয়
যুবরাজ ভাঁজপত্রে ফেলে আসে দ্যুতির সময় ।

আত্মার চেতনা তবু লিখে যায় কষ্টের গাথা
স্বর্ণালি দিনের স্মৃতি মনপাখি বলে বারে বারে
ভাঁজপত্র খুলে খুলে। আমরা তো গুনে রাখি পাতা ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন