০৬ এপ্রিল ২০১৪

কবিতা- গোপাল বাইন


মাচান 


সেসব লতানো গাছ

খুঁটি বেয়ে উঠে মাচায়

নীরস কাঠি, কঞ্চি, দড়ির বাঁধন

ঢেকে ফেলে সবুজ পাতায়


ঝিঙে-পুঁই, বরবটি-সিম, তরুই

এরা শুকনো কাঠের মাচায়

ঘর-সংসার বেঁধে বাস করে আর

ফুল ও ফলের সম্ভার সাজায়


বাহক মাচানের মেরুদণ্ড তখন

সত্যিই অদৃশ্য হয়ে যায় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন