০৬ এপ্রিল ২০১৪

কবিতা- কবিরুল ইসলাম কঙ্ক


মেঘলাদিনের কবিতা


এসএমএস-এ এমন কথা ছিল না
মেঘমল্লারে অসংখ্য বিন্দু ছোপ
চুপ করে আছে রাজধানী শহর

সাড়ে দশটার হৃদয়পুর লোকাল পৌঁছেছে
খালি হয়ে গেছে ভিজে প্ল্যাটফর্ম
বুকপকেটে বনউদাসি শীতল গন্ধ

শ্রাবণ ঘোরে প্রেমের পর্যাপ্ত পঙক্তি
ডানা খুলে দেয় মেঘল তেপান্তর
তোমার ওখানে ক-টা বাজে

তুমি রোজ দেরি করো  কেন
ক্লাস শুরুর ঘণ্টা কখন বেজে গেছে    



         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন