০৬ এপ্রিল ২০১৪

কবিতা- আশরাফ জুয়েল


সদুত্তর 


আমি ঘুমিয়ে গেলে আমাকে কেমন দেখায় ?
মুখটা কি হা হয়ে থাকে ?
চোখ দুটো স্থির
?
হা-পা গুলো শুন্যে ভাসতে থাকে ?
কন্ঠনালী শব্দ বিরোধী কথা বলে,
শ্বাস-প্রশ্বাস নিতে ভুলে যায় ফুসফুস।
 

আমাকে দেখতে কি মৃত মানুষের মত মনে হয়,
মৃত মানুষ দেখতে কেমন?
 

জন্মাবধি এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি,
 
কেউ দিতে পারে না সদুত্তর।
 

তবে কি সত্যটা এই যে-
জন্মের পর থেকেই আমরা সবাই বেঘোরে ঘুমাচ্ছি,
ঘুমের মধ্যেই মৃত্যু আমাদের ডেকে নিয়ে যাচ্ছে
।  








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন