০৬ এপ্রিল ২০১৪

কবিতা- স্বপন দত্ত


আবহমান রূপকথা লতা তোমাতেই মরে বেঁচে উঠতে চাই




আমি প্রতিটি মেয়ে মানুষের সমতলে গভীর অরণ্য সহচর হতে চাই।

হাভাত-তৃষা-রাস্তা পেরোতে চাই ঘুমবীজ ধোয়া শরীরীমন্ত্রে

হাতুড়ি-কুড়ুল-কাস্তে-ধনুক অসংখ্য ঝুরিনামা আকাশ ভাসন গানে

চাঁদডোবা দীঘল শীষ আদর ডাকা ভোর।

চাই একটি অন্তহীন প্রাচীন প্রার্থনা ধ্বনি ভায়োলিন বেজে ওঠা

নিষেধের রক্ত চেতনায় উন্মাদ কার্নিভাল।

মাতাল তোমাদের আবহমান জড়াজড়ি থাকা

বড় দুঃখ নষ্ট সহবাস ক্ষিপ্ত রক্তছেনে

নিবিড় অতুল গাঢ় শরীর দুধে  নিজে নিজের গুহায় খুলতে খুলতে

কেমন এক ভুবন ভিক্ষা অবিরাম আত্মহত্যায় বেঁচে থাকা


পর্যটন বেদুইন উলঙ্গ দোদুল স্থির ঈশ্বরে ফুটে ওঠায়...  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন