০৩ নভেম্বর ২০১৫

সুবীর সরকার

জাদু 

ক। 
জাদুর ভঙ্গিমা জানি। শুকিয়ে যাওয়া 
জলধারায় কে আর নৌকো ভাসাবে! 

এত এত নিমকাঠ।ব্যঞ্জনধ্বনি। 

খ। 
ঘূর্ণিজলে শামুক ঝিনুক 
বাঘপুলের গায়ে মেঘের 
            ছায়া 
হাওয়ায় দুলছি। 
না ঘুমিয়ে কাটিয়ে দেয়া 
      তিন তিনটি রাত 
এ কাহিনির কোন শুরু নেই 
আলো নিভিয়ে দিন 
বন্ধ করুন বাক্সের 
           মুখ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন