০৩ নভেম্বর ২০১৫

গার্গী মুখার্জী

নতুন সকাল
সকালবেলার স্নিগ্ধ বাতাস শীতল  করে মন
শীতল বাতাস শান্ত মনে জাগায় শিহরন ।
স্নিগ্ধ শীতল পরশ পেয়ে হারায় পাগল মন
আকাশ পাতাল ঘুরে ঘুরে ব্যস্ত সারাক্ষণ ।
পূব আকাশে সূর্য ছড়ায় প্রথম আলোর রেখা,
তার কিরণে নতুন সে দিন নতুন করে দেখা ।
পাখির ডাকে প্রাণের ছোঁয়া স্নিগ্ধ সকালবেলা
রঙ তুলিতে কবির মনে চলছে সে একখেলা ।
নতুন দিনের নতুন সকাল মনে নতুন আশা
শান্ত স্নিগ্ধ শীতল বুকে স্বপ্ন গড়ে  বাসা ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন