০৩ নভেম্বর ২০১৫

কামরুন নেছা কুমু

দুটি কবিতা 

অভিমান 
দূরত্বও দূরত্ব ছিল না 
কিছু দিনের ব্যবধানে তা দুর্গম হলো 
শব্দও ব্যাথা দেয় 
শব্দ বনেও হাহাকার জাগে 
অকারণে বেপরোয়া চোখের জল 
শুনশান দুপুর , 
মধ্যরাত ছুঁয়ে চাঁদ 
রূপকথার প্রথিত স্বপ্ন 
দাবদাহে জ্বলে ... 
অভিমান আরো অনতিক্রম্য হয় !! 


আগন্তুক 

কতটা সময় অতিবাহিত করেছি বুঝিনি 
আমার আর আমাতে হাঁটা হয় না .. 
ভুল জায়গায় বারবার গিয়েছি 
চোখের আর মনের দরজায় কড়া নেড়েছি 
কখন যে এক জটিল খেলায় মেতে উঠেছি 
ভেবেছি এ খেলায় জিত নিশ্চিত 
কিছু মধুর মিথ্যা যেন সত্যর কাছে করজোরে বসে 
আমি শুরুটা জানি , শেষটাও 
আমি আমার সামনে হাঁটু ভাঙ্গি 
এই খোঁজা আর খেলার মাঝে হারিয়ে 
নিজেই নিজের কাছে হয়েছি আগন্তুক !! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন