০৩ নভেম্বর ২০১৫

মুক্তাদির আজাদ

হার-জিত 

ছোটবেলার শেখানো কথা 
দেখানো প্রতিযোগিতা 
সকলকে  হারিয়ে যেন 
'প্রথম' হওয়াই শেষ কথা। 

'দ্বিতীয়'কে  হারিয়ে যখন 
প্রথম হওয়া যায়; 
স্কুল-লাইফের সে কি আনন্দ 
তা কি ভোলা যায় ! 

ব্যর্থতাকেও হারিয়ে যখন 
কেরিয়ার খুঁজে পাই, 
সে জেতারও আনন্দ 
এক তৃপ্ত-বোধ হয়। 

জীবনে বোধহয় সবকিছুতেই 
জেতাটা জরুরী নয়, 
আজকে তাই তোমাকে হারিয়ে 
শুধু কান্না খুঁজে পাই । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন