০৩ নভেম্বর ২০১৫

শুভঙ্কর ঘোষ

আত্ম-কাব্য 
দীর্ঘ বিচিত্রতার মধ্যে পেয়েছি 
আমার আত্মাকে, 
কবিতা লেখে সে... 
ওপারের কবিতা...খেয়াঘাটের কবিতা... 
স্রোতের কবিতা...জাগরণের কবিতা... 

অথচ নির্ভয়ী চোখ তাকে এবং 
তার মস্তিষ্ককে মাতাল করল, 
ছুটল সে, ছুটল.... 

অনাদিকাল দ্রাঘিমারেখায় 
পায়ের ছাপ ছিল তার, 
এখন সে জীবাশ্ম... 

সে এখন জীবাশ্মের কবিতা লেখে, 
অশ্মমণ্ডল থেকে তার আঙুল 
প্রথমত মেঘ হয়ে উঠল, 
কুয়াশা দিলাম... 
যুবতী বৃষ্টির কবিতা 
ভিজিয়ে দিল আত্মাকে..... 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন