১০ নভেম্বর ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক

যেখানে স্পর্শ দিলে 

যেখানে স্পর্শ দিলে সেখানে ভোর 
রাঙা সূর্য রাঙিয়ে দিল দিন 
মনের মাঝে হঠাৎ দ্বিপ্রহর 
বেজে ওঠে ভালোবাসার বীন 

যেখানে স্পর্শ দিলে সেখানে উৎসব 
গভীর প্রত্যয়ে প্রেম শরীর 
স্বপ্ন পথে দুবেলা যাওয়া আসা 
হারিয়ে যায় ভালোবাসার তীর 

যেখানে স্পর্শ দিলে সেখানে 
হৃদয়ের যত ঝিকিমিকি 
দস্যু রত্নাকর নিজেকে খুন করে 
হয় ঋষি বাল্মীকি  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন