০৩ নভেম্বর ২০১৫

ইন্দিরা দাস

প্রতিচ্ছবি 

'স্বপ্নিল' অনেকদিন কবিতা লিখিনি, 
উদীয়মান সূর্য আমাকে আর টানে না ।  
স্বপ্নের রংমহলে কঙ্কালের নাচ 
হাড়ের ঝনঝনানিতে ঘুম ভাঙে রোজ । 
শুধু পাঁচ ঘন্টার কলকলানি --- 
আর উনিশ ঘন্টার সংসার । 

তাই লুকানো অক্ষরের স্বাদ 
প্রত্যেক মুহূর্তে নিয়ে ফিরি । 
কিন্তু ধুলায় ঢেকে যায় চোখ 
চোখ বন্ধ করি 

মেঠো পথ, লাল দিগন্ত, সবুজ ঘাস 
সোনালিদিনের সাথে 
আমি জড়িয়ে ছিলাম --- 

আজ অনেকদিন পর, 
নিজের প্রতিচ্ছবি দেখলাম স্বপ্নিল 
প্রতিচ্ছবি আমাকে কাছে টেনে নিল 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন