০৩ নভেম্বর ২০১৫

তাহির

মমতা  

পারতাম আমি খুনিহতে 
নয়তো, ভিন রাজ্যর শ্রমিক । 
পারতাম আমি হারিয়ে যেতে 
নয়তো ,কোনো হোটেল বয় । 
কষ্ট করেছি ,পরিশ্রম দিয়েছি ছিনিয়েছি বিদ্যা,বুদ্ধি আর অহংকার 
দিয়েছ শত সহস্র যণ্ত্রণা 
কেড়েছ আমার শৈশব , 
দিয়েছ শত অবমানণার পথ । 
কত নিশুতি রাত কেটেছে আমার 
সাথী শুধু ভেজা বালিশ 
আর ,কড়িকাঠের ঔ কাঠ । 
ঝুলতে চেয়েছি 
যেতে চেয়েছি চির নিদ্রায় । 
পারিনি ফিরিছে দিয়েছে 
ফিরিয়েছে সেই মুখ , 
মমতাময়ী,চিরস্নিদ্ধ ,সরল নিস্পাপ। 
ফিরিয়েছে সেই মুখ 
যে শাসনে কঠিন কঠোর । 
ফিরিয়েছে সেই মুখ 
চির ভালোবাসার ,চির মমতার । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন