২৫ মার্চ ২০১৭

প্রসেনজিৎ দাস

বদলে গেছো জয়িতা

জয়িতা,তুমি অনেক বদলে গেছো!
তোমার সেই শ্যামলতার আভাস আর নেই:
নেই ভালোবেসে বুকে জড়িয়ে নেবার মত শক্তি
তোমার পাদস্পর্শে আজও শিউরে উঠি,
সাইক্লোন বয়ে যায় চারিদিকে,
             আর;
চারদিক থেকে বিক্ষিপ্ত এলোমেলো ঢেউ গুলো-
আছড়ে আছড়ে পড়ে আমার চারিদিকে
কাগজে-কলমে ঝলসে ওঠে তোমার অভিব্যক্তি,
তোমার মুক্ত অধরের স্পন্দন ;
মুক্ত বাতায়ন দিয়ে এখনো ভেসে আসে       পারফিউমের সুগন্ধ
মনে হয় আর কিছুই বদলে যায়নি-
শুধু তুমি বদলেছো জয়িতা,

                       শুধু তুমি.... 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন