২৫ মার্চ ২০১৭

মন্দিরা ঘোষ

সমস্ত দিন ধার্য  যখন

আজ সমস্ত দিন ধার্য  যখন
মুহুর্ত পল এক করে নিই;
বুকের মাঝে আগুন রেখে
অক্ষমতার আঁধার সাজাই
সকাল থেকে অঝোর ঝরুক
নাম না জানা ভালবাসা
ধুলোর ভিতর হাত পেতে দিই
তোমায় ছুঁয়ে হিসেব নেবো
নদীর বুকে বসন সরাই
অভাব ক্ষিদের আগল খুলি
মেঘ ভেঙ্গেছি  শৃঙ্গার দাও
সমস্তরাত  ধার্য যখন!
চাঁদের আগুন কলঙ্ক তাপ
আশ মেটে না তোমায় ছুঁলে;
একটু নামো  দাঁড়িয়ে  আছি
একশো হাজার হৃদয় নিয়ে,
ছায়ারোদেই চাদর বিছোই

সমস্তটাই  ধার্য  ভেবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন