২৫ মার্চ ২০১৭

সামসুর রহমান

একসুরে বলবো 'ভালোবাসি'



প্রথমেই বলে রাখি Feminism বলতে আমি কিছুই বুঝিনাআমি বিশ্বাস করি সকল পুরুষ যেমন কমপ্লিট পুরুষ নয়তেমনি সকল নারীও পরিপূর্ণ নারী নয়আমাদের বন্ধু মিতার অকালে 'লে যাওয়া এখনও 'মাস হয়নিতার স্বামী,দেওর, শ্বশুর,শ্বাশুড়ীকে শাস্তি দেওয়ার কত দাবিই উঠলকত প্রতিবাদ,কত চেষ্টা,কত আন্দোলন,কত লেখালেখিআচ্ছা মিতার শ্বাশুড়ী,তিনিও তো নারীতিনি কোন্ feminism বিশ্বাস করেন?মিতার মতো হাজার হাজার শ্বাশুড়ীরা (প্রতিদিনের কাগজে যা প্রায়শই দেখা যায়)কোন্ feminism বিশ্বাস করেন?আর মিতার মতো মেয়েরাই বা কোন্ feminism বিশ্বাস করতেন?

এখনও তো সমাজে অনেক পুরুষ দেখা যায় যারা বউয়ের একটু আদর খেতে পেলেই সন্তুষ্ট থাকেনমা,বাবা,পরিবার সবকিছুই মূল্যহীন হয়ে যায় সে আদরের কাছেএহেন পুরুষের মা-বউরা কোন্ feminism বিশ্বাস করেন? নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে হাসি-খুশিতে দেখতে চাওয়া,আর ছেলের বউ গোল্লায় যাক___মেয়ে জামাইকে আলাদা হয়ে থাকার কুমন্ত্রণা দেওয়া মায়েরাই বা কোন্ feminism বিশ্বাস করেন?

কোনো কোনো নারী সারাজীবন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হওয়ার পরেও বোঝার চেষ্টা করে না সে আসলে কী!
কারণ পরিবার,সমাজ তাকে শিখিয়ে দিয়েছে 'নারী হয়ে জন্মেছো যখন, তখন তো এটুকু ত্যাগ করতেই হবে' লিঙ্গধারী পুরুষের ক্ষমতার কাছে তুমি তুচ্ছ,অতি নগন্য, তোমার ব্যক্তিগত সাধ-ইচ্ছা বলে কিছু হয় নাকি! ব্যক্তিগত শখ-আহ্লাদ সব মিছে আর মেকি!
এই পরিবার,এই সমাজ কোন্ feminism বিশ্বাস করেন?

'কালবেলা সিরিজ'টা পডার পর প্রতিটি পুরুষই তো অনিমেষকে ঈর্ষা করেমাধবীলতার মতো গার্লফ্রেন্ড,বউ কেনা চায়! এই মাধবীলতারাই তো লতার মতো আষ্টেপৃষ্ঠে পুরুষকে বেঁধে রাখে আকণ্ঠ ভালোবাসার বলে'কেননা কোনো পুরুষ মানুষ যদি কোনও নারীর আষ্টেপৃষ্ঠে জড়ানো ভালোবাসা না পায় তাহলে তার বেঁচে থাকাই তো অর্থ হীন' হয়ে যায়মাধবীলতাদের মতো মেয়েদের ভালোবাসা,সেবাতেই তো অনিমেষদের রুগ্ন, বিকলাঙ্গ পা জোর পায় মাধবীলতারা কিছু নেয় না,দু'হাত ভরে কেবল দিয়েই যায়
এই মাধবীলতার মতো মেয়েরা কোন্ feminism বিশ্বাস করেন?

অন্যদিকে যে নারীরা সমস্ত সুখ-সুবিধা, ব্যক্তিগত শখ-আহ্লাদ পূর্ণ হওয়ার পরেও 'আমি নারী'-এই দাবি নিয়ে ইমোশনাল অত্যাচার করে পুরুষের সর্বস্ব লুন্ঠন করে,আর অক্ষম-ভীতু পুরুষ ভালোবাসার হাঁড়িকাঠে নিজেকে বলি দিয়ে এক অসহায় পরিস্থিতির শিকার হয়এহেন পুরুষেরা নারীকে তো স্নেহময়ী, প্রেমময়ী রূপে পূজা করেএই পুরুষেরা 'রামায়ণ' পড়েএরা জানে 'সীতা ভারতীয় নারী জীবনের দুঃখ লাঞ্ছিত অপমানিত সত্তার প্রতিমূর্তি'তাই এহেন পুরুষেরা নারীকে সেবাময়ী, মমতাময়ী রূপে ভাবতে ভাবতেই পুণ্যের প্রায়শ্চিত্ত করে চলে আজীবন
এই পুরুষেরা কোন্ feminism বিশ্বাস করেন?
আর এই নারীরাই বা কোন্ feminism বিশ্বাস করেন?

পরপুরুষের ছোঁয়া পেতে নিজের স্বামী কিংবা দুধের শিশুকে খুন করতে হাত কাঁপে না যে নারীর, অন্যদিকে 'everything is fair in love and war' এই তত্ত্বে  বিশ্বাসী যে পুরুষ প্রেমিকার মুখে অ্যাসিড মারতে পিছপা হয় না
এই নারী,এই পুরুষ কোন্ feminism বিশ্বাস করেন?

Feminism এর একটাই মূল্য লক্ষ্য নারীকে পুরুষের সমান মর্যাদা দান, নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা, কোনওরকম ভেদাভেদ যেন না থাকে(এইটুকুই জানি)
তবুও দেখি নারীরা পুরুষের চেয়ে কেমন আলাদা হয়ে যায় আমাদের অজান্তেইনারী জন্মদাত্রী মাকে, জন্মদাতা বাবাকে,এক পরিবার লোককে, স্বজন-সংসার ছেড়ে প্রেম,ত্যাগ দিয়ে, ব্যথা-যন্ত্রণা উপভোগ করে ঊষর মরুকে শস্য-শ্যামলা করে,ক্ষয়ে যাওয়া ভূমিকে উর্বর করেপন্ডিতরা যার নাম দিয়েছেন 'পরিবার'এই পরিবার গড়া নারীরা বিশ্বাস করে 'har family mein problem hain....Par woh Khush naseeb hain jinki family hoti hain'. নারীরা রিলেরেসের মতো সংসারকে একজনের হাতে থেকে আরেকজনের হাতে সমর্পণ করে নির্দ্বিধায়___এগিয়ে যাও,ভয় নেইএই নিরন্তর অনুপ্রেরণার জন্যেই আজও এই পরিবারের পুরুষরা বলতে পারে 'I love my family.
এই নারীরা কোন্ মাটিতে গড়া?
এই নারীরা কোন্ feminism বিশ্বাস করেন?

আসলে নারী নারী,আর পুরুষ পুরুষ হলেও বিস্তর ফারাক থাকে নারীতে নারীতে, পুরুষে পুরুষেমল্লিকা সেনগুপ্তের বা তসলিমা নাসরিনের বই পড়া নারী আর রোজ জি-বাংলা, স্টার জলসা দ্যাখা নারীরা নারীরাতের ফুটপাতে ঘুমন্ত বালিকার ভার্জিনিটি নষ্ট করা লিঙ্গধারী পুরুষও পুরুষ,আর লিঙ্গবৈষম্য কে pk এর মতো রং নাম্বার বলা পুরুষও পুরুষগে, লেসবিয়ান নিয়ে মাথা ঘামানো নারী-পুরুষও নারী-পুরুষ
সব পুরুষই পুরুষ নয়সব পুরুষ এক নয়
সব নারীও নারী নয়,সব নারীও এক নয়

সদ্যজাত শিশু মায়ের নাভিমূল ছিন্ন হওয়ার পর,জন্মদাগ মুছিয়ে দেবার পরেও মা'কে মা বলে চিনতে পারেমায়ের কথাতেই বাবাকে বাবা বলে ডাকেএটাই তো প্রেমএটাই তো বিশ্বাসএসো দাদা ভাইরা এই প্রেম,এই বিশ্বাস নিয়ে সবাইকে মানুষ ভাবি, স্রেফ মানুষতাতে উল্লুকরা গে, লেসবিয়ান,বেহায়া, নির্লজ্জ যা ইচ্ছে বলুকআমরা একসুরে বলবো 'ভালোবাসি'






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন