২৫ মার্চ ২০১৭

কৌশিক গাঙ্গুলি

শেষ হবে ভন্ডামো 

আমার ঘরোয়া জীবন
আমার কবিতাপাঠ -
তো পৃথিবীর ইতিহাস ,
তো জীবনের কথকথা
তবু তো মাটি ছুঁয়ে থাকা
তবু তো বাতাসে ফুলের ঘ্রাণ
তবু কেন যে প্রতিবাদী হই ?
তবু কেন যে নীরব হতে হয় !
ওযে আমাদের দুঃখের ঘনঘটা
যে আমাদের সৌখিন শ্রম ,
আমার বন্ধু , আত্মীয় স্বজন
আমার দিকনির্নয় , প্রেম
যে আমাদের পান্হনিবাস ,
যে আমাদের বাউন্ডুলেপনা
আমার হৃদয়ের কবিতা ...
আমার ফিরে পাওয়া স্বপ্ন ,
সে কথা জানে ইশ্বরের সাথীরা
সে ব্যাথা পেয়েছ ব্যর্থ মানুষেরা
সে গান লিখে ছিলেন রবীঠাকুর
সেতো আমরাই আমাদের দর্পণ
সে ভালবাসা পেয়েছে উন্মাদ
সে যন্ত্রণায় এঁকেছে এক ছবি ,
আমি তো কোন ইতিহাস নই
আমি তো সফলতা লিখিনি ,
আমি জানি শেষ হবেই ভন্ডামো
আমি জানি ঋজু হয়ে থাকবোই  ....





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন