২৫ মার্চ ২০১৭

মুক্তাদির আজাদ

বঁধু মিছে রাগ

  বন্ধু তুমি আমার কাছে
     অন্য কিছু হয়ো না,
   রইবে আমার হিয়ার' মাঝে
    একে ভালোবাসা ভেবো না

          মনের যত লুকোচুরি
    থাক্ না খোলা হাওয়ায়,
    বন্ধনে তারে দিওনা ভরি
   থাকবো খুশি মজায়

         হাত দুটি মোর রাঙিয়ে দিয়ো
            আবীর মাখা রঙে,
        মেহেন্দি আর সিঁদুর নয়ও
         যেন শঙ্খচিলের গাঙে
     
         তোমার মুখের সামনে আমি
            থাকতে না পেরে হাসি,
       যেন ছেলে মানুষের পাগলামি
         তোমার ছায়ায় ভাসি

            তোমার 'রে হাসি বলে
          রাগ কোরো না বন্ধু,
          এসব কেবল চলেই চলে
           বন্ধুত্বতায়  বন্ধু

            বন্ধু তাই বন্ধুর মতো
          নেই যে তার কোন পদবী,
       আর সব কিছু সমান হয়তো
         যেন বন্ধুত্ব হয় মায়াবী

         শঙ্কাচাপে নেই কোন ভয়
         বন্ধুত্ব দেয় হাতছানি,
         বন্ধুও পারে শত্রুকে জয়
          নেই কোন হানা হানি

            বন্ধুত্বে যেমন সকল কথা
           বলিতে পারা যায়
          সহজ ভাবেও অন্য কোথাও
           সহসা না পারি হায়!

   বন্ধু হয় এমন ভাগ্য
হয় গো ' জনার?
সত্য বন্ধুসত্য জাগ্য
জাগে প্রাণের সঞ্চার

             আমি তোমার বঁধু ওগো
               বধূ ভেবে নিয়ো না,
          তোমারে লাগি প্রার্থণা মাগো
        বঁধু  মিছে রাগ যেন কোরো না ।।






           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন