২৫ মার্চ ২০১৭

উৎপল চন্দ্র দাস

প্রেয়সী 
                      
প্রেয়সী তোমার প্রাণমন, স্পর্শ করতে এগিয়ে যায়
তোমার আঙ্গুল বুক ঠোঁটে, রঙিন খেলা খেলতে চাই
তুমি ধরা দেবে বলে কত অপেক্ষায়
সঙ্গীতের যত সুর সুরই, কত ঘুড়ি নিতে আকাশে উড়ি
একটা ঘুড়িও কাটছে না, হাতে একটাও পাচ্ছি না
কিন্তু সময় জানে, এই মন না মানে
আমি আছি বসে, তোমার আঙ্গুল ধরার অপেক্ষায়
প্রেয়সী তোমার কেশরাশি,যেন কালো গাঢ় অন্ধকারে
হৃদ ছুতে চায় বারে বারে
আরো কাছাকাছি পাশাপাশি,
থেকে তুমি বলবে, তোমায় যে এতটা ভালোবাসি
তাতেই যেন আমি হারিয়ে যাই
কিছু ভুল করতে লজ্জা এলো,
ঘুমন্ত রাত্রি হারিয়ে গেল, ওই দূর সীমানায়
দুটি চোখে যখন কথা হবে,
ছল ছল দৃষ্টি রবে, রোদ্দুরের ওই জানালায়
আমি এখনও বসে অপেক্ষায়
সৌন্দর্য সে তো, প্রেম কাননে
পুষ্প ফুটিবে ভ্রমর লালনে, মধুর মত মিষ্টি তাই
জীবন মুহুর্তগুলো নিয়ে
নতুন স্বপ্ন দিয়ে, কঠিন বন্ধনে বাধতে চাই
এখনও যে ভাবি, শুধু তোমাতে তাই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন