২৫ মার্চ ২০১৭

সুদীপ্ত মন্ডল

পাখি

ডানা ছুয়ে ভোর নামে
আমি পাখি হয়ে যাই
স্বপ্নেরা তোর বুকে
খেলা করে
আমি তোর বুকেই
বাবুই পাখি হয়ে
বাসা বাধি
পাখির ওমে তুই
জন্ম দে আস্ত
একটা সকাল
চল চল উড়ে যাই
অন্য কোথাও
এখানে শিকারি
ফাদ পেতেছে
আকাশের কোন সীমা নেই
পাখিরা উড়বেই উড়বেই
এক আকাশ থেকে অন্য
আকাশে,বাধা মানে না





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন