০৫ ডিসেম্বর ২০১৩

মেনকা বিশ্বাস


পার্থিব সময় 


এ শুধু নিছক বিস্তার নয়
রক্তের নেই দাগ, নেই কোন অনুভবের অবকাশ
শব্দ ফুলের সম্ভারে গাথা মালা
তারা ভরা চাঁদনীর আলো ভরা নীলাকাশ
বাস্তবের রূপরেখায় কবি মনের অন্তর নিহিত নির্যাস
মহানুভব আন্তরিক সহৃদয়তায় 
এক বৃন্তে অজস্র ফুলের প্রাণ খোলা আত্মপ্রকাশ
পাহাড় সাগর নদী হাওয়ায়
বর্তমান গতির চলমান উচ্ছলতায়
অন্তরের অন্তর হতে আকুল বার্তা তার
পাঠকের করকমলে সবিনয়ে দিয়ে দিয়ে গেলে উপহার ।
কলম তুলিতে আঁকা লেখনীতে ফুটে ওঠা
নদী নয় --- অগণিত সাগর ঢেউয়ের অনন্ত বিস্তার
মন ছুঁয়ে মন কাড়ে শ্ত সহস্র ধারায়
দিগন্ত বিস্তারিত ঢেউ অবারিত দোলায়
খুঁজে পেতে জীবনের আঙিনায়
অন্তহীন পার্থিব সময় । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন