০৬ ডিসেম্বর ২০১৩

গৌরশংকর বন্দ্যোপাধ্যায়

সামান্য সময় 


যাকে চাই
তাকে দেখতে না পেলে
মনে হয়
                     নিঃসঙ্গ বিকেলের
কয়েকটি সত্য জানা হল না
কীভাবে কথার ফাঁকে
একটু জায়গা খুঁজে নেওয়া
সামান্য সময়ের ধুলো লেগে থাকা
                     বসার আসনে থাকে ঘনিষ্ঠ উত্তাপ     

এমন কল্পনা নিয়ে
যদি একদিন কেউ তোমার কাছাকাছি আসে
যার চোখে মুখে নীরোগ সৌন্দর্য
চাল ধোয়া জলের মতো স্বচ্ছতা ছড়িয়ে
                     সেও জানে তুলনীয় হতে

যাকে চাই
তাকে দেখতে পেলে
আরও কয়েকটি পঙক্তি এসে

আমাকেই নিঃসঙ্গ করে দিত 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন