০৫ ডিসেম্বর ২০১৩

সেলিম মণ্ডল


মোমের শরীর 


এই মোমের শরীরটা চুঁইয়ে চুঁইয়ে 
একটা ক্ষয়ীকৃত সভ্যতার ধ্বঙ্গসাবশেষে 
চারিদিকে আগুনের তেমন আঁচ নেই,
কাঠ-কয়লা-প্যাকাঠি যা ছিল 
সব ভিজে গোবর হয়ে !

তবুও নিয়ত দাপাদাপি আগুন মিছিলের 
পায়ের বুড়ো আঙুল থেকে মেনিনজেস পর্যন্ত

শরীরের ভাঙার দিনে 
মনের অনশনের গল্পটা আর 
তুলে রাখা গেল না কাগজে- কলমে

দিবারাত্রির সুখালাপে নিমফল কুড়িয়ে 
মনটাকে বলি- 
শান্ত থাক,তোর শরীর তো শরীরেই জমছে;
রক্ত-মাংসের দুনিয়াতে তোর ক্ষয় 
বারোভূতেও দেখবে না

তোকে না হয়,
ধূপ পোহানোর গল্প শুনিয়ে বাঁচাব বারোমাস





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন