০৫ ডিসেম্বর ২০১৩

রবীন চট্টোপাধ্যায়


হা-ভাতে 


নর্দমার ধারে উচ্ছিষ্ট ছড়ানো ।
কাক কুকুরের হা-ভাতে চিৎকার
ঝালাপালা কান । দৈনন্দিন চালচিত্র ।

হাফপ্যান্ট পরা হোটেলের ছেলেটি,
হাতে ধরা উচ্ছিষ্ট নর্দমার ধারে ।
ধেয়ে এলো হা-ভাতের দল, কেউ
লেজ নেড়ে, কেউ তীক্ষ্ণ কর্কশ শব্দ তুলে ।

হাত নেড়ে শব্দ করে যা ---
উপরে বিদ্যুতের তারে শব্দ হলো --- দুম ...
তেল মাখানো কুচকুচে শরীরটা পড়ল
এসে মাটিতে, যেখানে সে দু-পায়ে
দাঁড়াতো অতি সন্তর্পণে ।

সেই চকিত দৃষ্টি নাই, ধূসর মলিন দৃষ্টি
ভাতের দিকে --- নয়তো
পুরানো তেঁতুল গাছে যেখানে
ডানা না গজানো কয়েকটি শাবক
লাল মুখ নিয়ে অধীর অপেক্ষায়,
স্নেহময়ী নিয়ে আসবে আহার ।
প্রতিটি পার্থিব শব্দে ব্যস্ত স্ত্রস্ত

এই এলো মা, আহার, নিরাপত্তা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন