০৫ ডিসেম্বর ২০১৩

তিমির মিত্র


খোঁজ 



খোঁজার নেশা বহুদিনের ।
শৈশবেই মনে হয়েছে আমি যেন
কিছু খুঁজছি । খুঁজতে খুঁজতে কখন
কৈশোর এলো – তারপর একদিন
যৌবনও দুয়োরে কড়া নাড়লো ।
এমন সময় হঠা ৎ দেখলাম আমার
খোঁজার পথে ‘যেন’টা চলে গেছে
সেটা ছিল আমার খোঁজার প্রথম পুরস্কার ।
তারপর যৌবন গড়িয়ে গড়িয়ে প্রৌঢ়ত্বের
দ্বার প্রান্তে আসতেই আমার
বিচ্ছিন্ন খোঁজাটা এক লক্ষ্য হ’লো ।
সেটা আমার দ্বিতীয় পুরস্কার ।
একলব্যর মতো একলক্ষ্যে চলতে চলতে
এক আজব শহরে এলাম ।
এখানে রাতেও সূর্য জ্বলে থাকে ।
চোখ-ধাঁধানো আলোতে চোখের
কষ্ট হতে হতে একদিন দেখি
আলো আর আমার চোখের পীড়ন
নয় । তাঁকে ছুঁতে চাই পারি না
আস্বাদন করতে চাই তাও পারি না ।
এক অসহায় তীব্র আনন্দ --
যাকে বন্টনের সামগ্রীও করতে পারি না । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন