০৫ ডিসেম্বর ২০১৩

গোবিন্দ ত্রিবেদী


মধ্যবিত্ত : সপ্তদশীকলা 



যেখানে নীল পাখি উড়ে, বাসা বাঁধে অসংখ্য নক্ষত্র
তার ভিড়ে হারিয়ে যায় স্বপ্নের লাবণ্য স্মৃতি
কনক স্রোতে ভাসে জীবন-দহন । কাকে বলো সুগন্ধ
প্রত্যুষ । এখন সেই নীল পাখি ক্লান্তির জালে । আমার মরমী

যার হাতে ছিল মকর অক্ষর সে হাতে বাঁধা দিনপাত
ননীর নরম ছোঁয়া আদুরে রাতে মলয়ে মিশাক
যত ভার বহন করে মেঘ তুমুল বৃষ্টি ভাঙে বাঁধ
সে কামিনী ফুল, পলক সম্পাতে আমারি পীড়ন-নির্যাস

ভুলে থাকি মধ্যবিত্ত দীর্ণা সপ্তদশীর ছায়া কল্পকলা 
স্ব-ভাবে মিশে যায় শব্দ মিছিল, থাকে শুধু দূর পথ চলা । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন