০৫ ডিসেম্বর ২০১৩

সন্দীপ বিশ্বাস


সমীক্ষা 



দিনগুলো সব ফুরিয়ে যাচ্ছে
আর আমি কথার ভিতরে কথা
সাজিয়ে রাখছি ।

কোনো গাছের বৃত্ত কথা
একজন মানুষ তার ভিটেমাটি
চোখের মধ্যে চোখ – কর্মকাণ্ড
বেঁধে রাখছি ।

কী উঠলো--- কী নামলো
কে ভাঙলো--- কে ছাড়লো 
কে জুটলো--- আদিগন্ত ফেরার ।

কলমে যখন আঁট ধরেছে
ক্লান্ত আমার মুখের বালাই
এই যে আমার জন্মভূমি 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন