০৫ ডিসেম্বর ২০১৩

দেবমৃতা গঙ্গোপাধ্যায়


একটা নতুন কথা 



একটা নতুন কথা
ভালো থেকে যা মৃত্যুও হতে পারে
তা, শব্দ ছক কষে সাজাতে চেষ্টা করি
প্রেম হয়তো ভুল করে পথ খোঁজে, ওপারে নদী
ভেঙে দিতে চাই দুটি মন । ঈশ্বর সব জানেন
চোখের রস কোনো শব্দের আঘাতে দানা হয়ে ঝরে পড়ে
বুকের অন্ধে
এক দুই করে দাগ কেটে যায় মুহূর্ত মুহূর্তে
হেঁটে যাওয়া মিছিলের পা গেথে রাখে, এঁকে রাখে
ঝড়-শোক-শব-বার্তা  
তবুও মিছিল চলে মিছিলের মতো
প্রেম চলে প্রেমের গতিতে
শব যাত্রা যেন শ্মশান কবর
সব ভালো থেকো
মৃত্যু, অঙ্কুর, রিপুর ব্যথা         
একটা নতুন কথা

ভালো থেকে যা মৃত্যুও হতে পারে 


  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন