০৫ ডিসেম্বর ২০১৩

শিবশঙ্কর বসু


ঋতুকাল 



যেতে পারো কষ্টের
খুব কাছাকাছি । যেখানে হাওয়ার মন্ত্রে
ঘুমিয়ে পড়ে পাখিরঙ ঘাসেরা,
তোমাকে দেখছি অদ্যন্ত
সাদা পাহাড়ের নীচে ।
দেখছি পরিশোধে বাতাসের মরণ
এক টবসুদ্ধ অন্ধকার

কোনো নদী আর
আমার পাশাপাশি হাঁটে না ।
কোনো ঝরাপাতা নেই দরিয়ায় । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন