০৫ ডিসেম্বর ২০১৩

দীপক কুমার বিশ্বাস


যুগান্ত 


প্রকৃতিকে মেনে নেওয়া যায় কিনা ভেবে দেখ
মাটির নীচের জল তুলে শস্য-শ্যামল করে রাখো 
খাবারের নেই হাহাকার
কাজের জায়গা নেই আর
দুর্ভিক্ষ এখনো আসেনি
জীবনের মরুভূমি সবুজ বন্যায় ভাসেনি ।
মাটির আয়তন কমিয়ে গগন উচ্চতা স্পর্শ তোমার
অধিকারের হাত নেই কোনখানে ?
সর্বত্র স্বরচিত বিচরণ বিধি
সর্বকালের শ্রেষ্ঠ জীব কে না জানে
তুমি সদর্প প্রচার প্রতিনিধি ।
জীবিকায় এনেছো যুগান্তর
কলকারখানা, পরমাণু জ্বালানি দিয়ে
জ্বালিয়েছ কত প্রান্তর ।
কুমেরুর শুভ্র বরফ তোমার উষ্ণ স্পর্শে
বিগলিত সমুদ্র বক্ষে
কমিয়েছে মাটির উচ্চতা
এই বুঝি ভারসাম্য প্রাণের শীতলতা
সুন্দর বনান্তর ডুবে যাবে
ভবিষ্যৎ জলে পড়ে রবে । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন