০৩ আগস্ট ২০১৫

দীননাথ মণ্ডল

আয় বৃষ্টি 


আয় বৃষ্টি আয় বৃষ্টি
গা ছমছম ঝেঁপে
টইটম্বুর পুকুর দেবো
একপোয়া সের মেপে
আয় বৃষ্টি আয় বৃষ্টি
শুকনো খরার মাঠে
কচি পাতার জোয়ার এলে
সূর্য যাবে পাটে
আয় বৃষ্টি আয় বৃষ্টি
নদীর মরা বুকে
কলকলে স্রোত ছুটলে পরে
জরা যাবে চুকে
আয় বৃষ্টি আয় বৃষ্টি
ঠান্ডা বাতাস তুলে
নাচবো আমি তা ধিনধিন 
মনের পেখম খুলে  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন