০৩ আগস্ট ২০১৫

গার্গী মুখার্জী

বৃষ্টি পরশ 


বৃষ্টি  মেঘের পরশ মেখে
সিক্ত মন প্রাণ
সবুজ বনে লাগল দোলা
এলো  খুশির বান

মেঘ জেগেছে আপন ঢঙে
আপন সুরে তালে,
বর্ষা রানি ভুবন মাতায়
আপন রূপের জালে

চিকনপারা কচিপাতা
পুকুর ভরা জল,
নদীর বাঁকে জলের দোলা
ছুটছে কল কল

বর্ষারানি প্রেমের খেলায়
ভুলে আপনপর,
মেঘের বুকে স্তর জমিয়ে
বানায় নিজের ঘর  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন