০৩ আগস্ট ২০১৫

সন্দীপ চট্টোরাজ

হঠাৎ বৃষ্টি


রোদ ছিল বেশ ভাল
মেঘ  এসে দিল ঢেকে 
আকাশের গায়ে মেঘ 
রোদ ছবি দিল এঁকে
গাছ গুলো থম থমে 
ভাবছে কী আনমনে ?
দমকা বাতাস পেয়ে 
ওরা ফের চনমনে
যেই শুরু ঝম ঝম 
বৃষ্টির উল্লাস 
নাকে এসে হানা দেয়
ভেজা মাটির সুবাস
ঝলসানো বিদ্যুৎ 
কর কর গুরু গুরু 
দানবের চিত্কাররে 
ভয়ে বুক দুরু দুর
রাস্তায় জল জমে 
পুকুরের চেহারা 
আজ যেন বৃষ্টিটা 
বড়ো বেশি বেয়াড়া ? 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন