০৩ আগস্ট ২০১৫

সৌরভ হোসেন

বৃষ্টি-প্রেম
 
গাভীন-নদীর বক্ষবিভাজিকায় প্রেম ঢালছে
সাবালক বৃষ্টি
অনাহত মেঘ লজ্জার মলাট ছেড়ে ছড়াচ্ছে
শরীরী উত্তাপ
আজ জানালা উদোম কর ঝাঁপটা লাগুক বেহুশ- প্রেম
বাতাসের ছৌ নাচ স্নান সেরে নিক ষোড়শী জলে/
আমি ওড়নামেঘ ভিজতে ভিজতেই প্রেমিক হব 
মিহি ধানক্ষেত বেয়ে নামবে বৃষ্টি-কাব্য। জলছবি। আর
বারান্দার গসিপ
দিগন্তকে বলে দেব রঙ মেখে এস
এখনও আকাশ ঘুমোতে যায়নি
আমার বৃষ্টি-প্রেমে এভাবেই নৌকো গড়তে থাকো
বৃষ্টির থামাটা কখনই স্টপেজ নেবে না  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন